কাবিন বা বিয়ে রেজিস্ট্রি করতে কত টাকা খরচ হয়? BDLAW ASK

কাবিন বা বিয়ে রেজিস্ট্রি করতে কত টাকা খরচ হয়?


একটি মুসলিম বিয়ে রেজিস্ট্রি করতে কত খরচ হয়। একজন কাজী সেখান থেকে কত পায়। কত টাকা সরকারি খোসাগারে জমা দিতে হয়? নাকি সব টাকা কাজী পাবেন। 
কাবিন বা মোহরানার কত তার উপর ভিত্তি করে রেজিস্ট্রি ফি হিসাব করা হয়। কাবিন প্রথম চার লক্ষ পর্যন্ত ১.২৫% হিসেবে এবং চার লক্ষের পরবর্তী প্রতি লাখের জন্য ১০০ টাকা। চার লক্ষ পরবর্তী টাকা লাখ না হয়ে লাখের অংশ বিশেষ হলেও ১০০ টাকা হিসাব হবে।


সে হিসেবে কারো কাবিন যদি পাঁচ লক্ষ টাকা হয়, তার বিয়ের রেজিস্ট্রি ফি কত? 

হিসাব: প্রথম চার লক্ষে ১.২৫% হিসাবে আসে পাঁচ হাজার। চার লাখের পরবর্তী এক লাখের জন্য এক শ টাকা। 
তাহলে মোট রেজিস্ট্রি ফি হচ্ছে ৫১০০ টাকা।


কারো কাবিন যদি পাঁচ লক্ষ এক টাকা হয়, তার রেজিস্ট্রি ফি কত?

হিসাব: প্রথম চার লক্ষে ১.২৫% হিসাবে ৫ হাজার টাকা।
পরবর্তী এক লাখের জন্য ১০০ টাকা।
এবং বাকি এক টাকা যদিও এক লক্ষ নয় তবে লাখের অংশ বিশেষ হওয়ায় ১০০ টাকা দিতে হবে। ফলে, মোট রেজিস্ট্রি ফি হবে ৫২০০ টাকা। 

এখান থেকে কাজী কত পান? বা কত টাকা সরকারী খাতে জমা দেন?

সরকারি খাতে খুবই সামান্য পরিমাণ অর্থ জমা দিতে হয়। 
আসলে, কাজী সরকারি কোন বেতন পান না। একটা নির্দিষ্ট এককালীন ফি দিয়ে কাজীর লাইসেন্স নিতে হয়। এবং প্রতি বছর বছর নির্দিষ্ট ফি দিয়ে লাইসেন্স নবায়ন করতে হয় যা খুবই নগণ্য। এছাড়া আর কোন টাকা  দিতে হয়না। উনার দোকান ভাড়া, অফিসের বালাম খাতা ইত্যাদির জন্য উনি এই টাকা নিয়ে থাকেন। বেসরকারি মসজিদ মাদ্রাসা ছাড়া উনি সরকারি বেতনে অন্য কোন চাকরি করতে পারবেন না। 

এক কালীন লাইসেন্স ফি নিম্নরূপে দিতে হয়:

বাৎসরিক লাইসেন্স নবায়ন ফি নিম্নরূপে দিতে হয়: 

কাজী নিয়োগ, যোগ্যতা, লাইসেন্স ফি, নবায়ন ফি, দায় দায়িত্ব সম্পর্কে সংশোধিত " মুলিম বিবাহ ও রেজিস্ট্রেশন বিধিমালা, ২০০৯ " তে বিস্তারিত বলা আছে।  
রেজিস্ট্রি বাধ্যতামূলক করা হয়েছে মুসলিম বিবাহ ও তালাক রেজিস্ট্রেশন আইন, ১৯৭৪



©লেখাটি লেখক কতৃক সর্বসত্ত্ব সংরক্ষিত


লেখক: শহিদ রাসেল
আইনজীবী, চট্টগ্রাম জজ কোর্ট

একটি মন্তব্য পোস্ট করুন

3 মন্তব্যসমূহ

  1. আমরা দুজন ভালোবেসে বিয়ে করেছি কিন্তু আমরা কাবিন করিনাই সে এখন প্রবাসে আছে এখন কাবিন করা যাবে

    উত্তরমুছুন
  2. আমরা 5 বছর দরে রিলেশন করি এখন বিয়ে করতে চাই মেয়ের বয়স 18 আর আমার 21

    উত্তরমুছুন

If you have any question, please let me know.